‘’সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার’’ এই প্রতিপাদ্য বিষয়ে ০৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস /২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে । ০৫/০২/২০২৫ খ্রি. রোজ বুধবার বেলা ১০.০০ ঘটিকায় জেলা সরকারি গণগ্রন্থাগার, কিশোরগঞ্জ এর অডিটরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠান হয় । উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলার আতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জনাব মিজাবে রহমত। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি,কমিটির সদস্য, জেলা প্রশাসকের কর্মকর্তা, পুলিশ প্রশাসন, বিশ্ব সাহিত্যের কর্মকর্তা,বেসরকারি গ্রন্থাগারের প্রতিনিধি,বিভিন্ন স্কুল /কলেজের শিক্ষক এবং শিক্ষার্থী, গ্রন্থাগারের নিয়মিত পাঠক এবং আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান জনাব আজিজুল হক । এ উপলক্ষে আয়োজিত রচনা, চিত্রাংকন,বইপাঠ ও উপস্থিত বক্তৃতায় বিজয়ীদের পুরস্কার ছাড়াও নিয়মিত পাঠকদের মধ্য থেকে তিনজনকে সেরা পাঠক পুরস্কার দেওয়া হয় ।
জেলা সরকারি গণগ্রন্থাগার, কিশোরগঞ্জ তথ্য বাতায়ন পরিদর্শনের জন্য আপনাকে
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস